Wednesday, October 30, 2013

অ্যান্ড্রয়েড ফোনের জনপ্রিয় কীবোর্ড ‘কাই কীবোর্ড’ (Kii Keyboard)!

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল (Google.com) তাদের অন্যতম আবিস্কার ‘অ্যান্ড্রয়েড’ (Andorid)। যা প্রতিনিয়তই আপগ্রেড হচ্ছে। আর এ কারণেই ব্যবহারকারীদের মধ্যে দেখা যাচ্ছে ভিন্নতা। কেউ জিঞ্জারব্রেড (Gingerbread), কেউ আইসক্রিম স্যান্ডউইচ(Ice Cream Sandwitch), আবার কেউবা জেলী বিন (Jelly Bean) ব্যবহার করছে। আর এক্ষেত্রে, অ্যান্ড্রয়েডের ভার্সনগুলোর ভিন্নতার পাশাপাশি এদের আইকন, কীবোর্ড ইত্যাদির মধ্যেও দেখা যায় বিভিন্ন ধরনের পরিবর্তন। বিভিন্ন ধরনের ভার্সনের পরিবর্তনের অনেকের কাছে ফোনের সবচেয়ে প্রয়োজনীয় কীবোর্ডটি অনেক সময়ই পছন্দ হয় না বা স্বাচ্ছন্দ্যবোধ করে না। সবার কাছে গ্রহনযোগ্য আর বিশ্বব্যাপী জনপ্রিয় একটি কীবোর্ড শেয়ার করব আপনাদের সাথে। ‘কাই কীবোর্ড’
যেসব সুবিধাসমূহ পাওয়া যাবে:-
১. সহজ নেভিগেশন (Easy Navigation),
২. স্যুইফ্ট কী (Swiftkey),
৩. ৮টি বিল্ট-ইন এইচডি থিম (Built-in HD Themes)
৪. কীবোর্ডের লে-আউটের আকারে পরিবর্তন (Keyboard Layout Size),
৫. ভাইব্রেশন- ভাইব্রেশন রেটে পরিবর্তন (Vibration),
৬. অতিরিক্ত অ্যারো কী রো (Extra Arrow Key Row),
৭. অতিরিক্ত নাম্বার কী রো (Extra Number Key Row),
৮. প্রেডিকশন সুবিধা (Prediction),
৯. কীবোর্ড লে-আউটসমূহ আইওএস ৬ (IOS6), পিসি (PC), কম্প্যাক্ট কোয়ার্টি (Compact Quarty), ডিভিওর‌্যাক (Dvorak), এজার্টি (Azarty), কোলম্যাক (Colemak),
১০. ফন্ট (Font) এবং কালারে পরিবর্তন (Colour),
১১. কীবোর্ডের লে-আউটে ইচ্ছে মতো ছবি ব্যবহারের সুবিধা,
১২. জেলী বিন (Jelly Bean) লেটেস্ট ভার্সন ৪.২ কীবোর্ড ইত্যাদি
উপরোক্ত সুবিধাসমূহ ছাড়াও আরো অনেক সুবিধা রয়েছে কীবোর্ডটিতে।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের সাথেই থাকুন, আমরা এমন আরো দরকারি অনেক অ্যাপস্ শীঘ্রই আসছি!

কেমন করে Bravia Engine Install করবেন আপনার Android এ ।।

টপিক টা হল কেমন করে Mobile এ Bravia Engine Install করবেন । আমি Experiment টা Xperia Tipo ও Tipo Dual এ Try করেছি ও Success ও হয়েছি । একটা Friend ওর Galaxy Y তে ও Install করে Successfull হয়েছে ।

But আগেই বলে নিচ্ছি যে যদি Experiment করবার সময় কোনো ভুল করে আপনার কোনো কিছু খারাপ হয় , তবে আমি বা টেকটিউনস কোনো ভাবে দায়ি থাকব না ।

প্রথমে বলি Bravia Engine কি  ও এর Benefit ই বা কি?

এর উত্তরের জন্য এই লিঙ্ক টা দেখুন ।

Requirment : আপনার Android ফোন Root করা আছে , আপনার কাছে root Explorer app টা install করা আছে , Bravia Engine এর Zip ফাইল টা Download করা আছে (Download Link) ।


১ম স্টেপ ঃ

BraviaEngine.Zip File টা কে কোনো জায়গায় Extract করুন । তাহলে আপনি 3 টা ফোল্ডার পাবেন, Etc, Framework আর lib .
3 file in BraviaEngine folder
তিনটি ফোল্ডার এর ফাইল গুলো নিম্নলিখিত জায়গায় Copy/Move করুন Root explorer এর সাহাজ্যে ।
Etc ------> root/system/etc এখানে ।
Framework -------> root/system/framework এখানে ।
lib -------> root/system/lib এখানে ।

২য় স্টেপ ঃ

 এবার আপনার system folder এ থাকা একটা ফাইল build.prop কে Text Editor এ edit করুন (build.prop এ কিছুক্ষন touch করে রাখলে option আসবে , সেখান থেকে open in text editor)
build.prop   Open in text editor

৩য় স্টেপ ঃ

এবার নিচের লাইন গুলো last এ add করুন ।
#BRAVIA_HACK
ro.service.swiqi.supported=true
persist.service.swiqi.enable=1
Type the text

৪র্থ স্টেপ ঃ

এবার option এবং Save and Exit ।
Save and Exit
ব্যস আপনার কাজ শেস। এবার Just Mobile টা Switch off করে Switch on করুন ।
Switch on করার সময় Screen এ দেখাবে যে Android is Upgrading . এখন Setting > Display তে জান, দেখুন তো আপনার প্রথম Option টা কি ???...

Android ফোনের Certificate সমাধান – প্রতিটি অ্যান্ড্রয়েড ইউজারের জেনে রাখা উচিত

আপনারা যারা android ফোন ব্যাবহার করেন তারা প্রায়ই দুইটা সমস্যা ফেস করে থাকেন।
  • ১ম সমস্যা: অনেক সময় বিভিন্ন অ্যাপ install দিতে গেলে দেখায় certificate error
  • ২য় সমস্যা: আপনার প্রিয় কোন গেম এর আপডেট installকরতে গেলে দেখায় certificate does not match আপনি স্বভাবতই পূর্বের অ্যাপ টি রিমুভ করে নতুন টি installকরবেন। এদিকে অ্যাপ টি রিমুভ করলে আপনার score হারিয়ে যাবে।
আজকে আমি আপনাদের android ফোনের certificate সমাধান দিব

Requirements:

  • 1. জাভা installed পিসি
  • 2. TATsign_apk_signer (zip pass: tonmoy)
  • 3.your app in apk format

১ম সমস্যার সমাধানঃ

certificate error দেখায় মুলত যদি app টির certificate না থাকে অথবা কোন কারনে certificate নষ্ট হয়ে গেলে। certificate error দেখালে আপনার অ্যাপ টিকে সাইন করতে হবে। এজন্য প্রথমে
:arrow: TATsign_apk_signer.rar এ right click করে extract to TATsign_apk_signer\ চাপুন

:arrow: এবার আপনার *.apk fileটি TATsign_apk_signer ফোল্ডার এ paste করুন। আপনার *.apk file টিকে rename করে app.apk করুন।

:arrow: এবার TATsign.bat ফাইল টি double click করুন

:arrow: এবার কিছুক্ষন অপেক্ষা করুন। কাজ হয়ে গেলে নিচের মত screen আসবে।

:arrow: এবং ঐ ফোল্ডার এ appsigned_by_TATsign.apk নামে একটি নতুন ফাইল তৈরি হবে। appsigned_by_TATsign.apk ফাইল টি আপনার ফোনে নিয়ে ইন্সটল করুন।
Bingoo!! Certificate error problem gone.

২য় সমস্যার সমাধানঃ

  • প্রথমে যেই অ্যাপ টি আপনার ফোনে ইন্সটল করা আছে সেটি উপরের পদ্ধতিতে sign করে ইন্সটল করুন।
  • এবার upgrade version টি একই ভাবে সাইন করে আপনার ফোনে ইন্সটল দিন।
Bingoo!! Certificate does not match problem gone.

এনড্রয়েড এর এই দিনে আমি একজন ইংরেজি কথক

কম ইংরেজি যানা সেই লোকের কৌতুক আমরা সবাই জানি। যে পুলিশের প্রশ্নের জবাবে yes, no, thank you বলে জেলে গিয়েছিল। কৌতুকেই এমন হয় নাকি বাস্তবেও...
আজ ইংরেজি জানাটা আবশ্যক। বিশেষ করে প্রযুক্তির এই উন্নতির দিনে তা না হলে আপনি যতই দেশ প্রেম আর মাতৃভাষা প্রেমের কথা বলেন না কেন এতে আপনার কোন লাভ হবে না। কেননা যখন দেখবেন কাল ডিম থেকে ফুটা বাচ্চাও ইংরেজিতে কথা বলছ।
তো শুরু করা যাক ..................
ইংরেজি বিষয়টা বাঙ্গালীর এক বড় শত্রু। সেই ছোট বেলা থেকেই বাবা মা ফুফু খালা মাম চাচা সবাই একই কথা শিখিয়েছে। “বাবা ইংরেজি যদি না জান তাহলে তোমার জীবন বেকার।” কি বলে! তাহলে এই বেকার জীবনে আকার দিব কিভাবে!
শুরু হল ইংরেজি শিক্ষার আসর। A তে Apple, B তে Ball... এরপর বাসায় রাখা হল অংক আর ইংরেজি গুরু। স্কুলে বরাবরই ভাল করে আসছিলাম। ছাত্র হিসাবে স্কুল জীবনে খুব নাম ডাক হয়ে গেল। এরপর স্কুলের শিক্ষক বললেন না এভাবে ইংরেজিতে ভাল করা যাবে না। আরও দক্ষ হতে হবে।
তা স্যার সেটা কিভাবে?
উত্তরটা মনে হয় আপনার জানা যদি উপরের ঘটনা গুলি আমার সাথে মিল খায়।
তো স্যারের কাছে পড়া শুরু করলাম। স্যারের কথা মত ইংরেজি গ্রামারের বই কিনে নিয়ে আসলাম। শুরু হল গ্রামাটিকাল যাত্রা। Sentence, Tense, Article, Phrase, Voice..... । দেখতে দেখতে বড় হয়ে গেলাম। এস এস সি পরিক্ষাও দিয়ে ফেললাম। ইংরেজিতে প্লাস পেলাম। খুব ভাল লাগল। এত দিনের পরিশ্রম আমার সার্থক।
এবার মাঠ ঘাট পেরিয়ে কলেজে উঠতেই নিজেকে অনেক বড় বড় মনে হল। ফিজিক্স, কেমেস্ট্রি, বায়োলজী, ম্যাথ এর সাথে সাথে ইংরেজিতেও প্রাইভেট পড়া শুরু করলাম। হা মনে মনে বড় হলেও দেখলাম আমার ইংরেজি শিক্ষক মহাদয় আবার আমাদের ইংরেজি গ্রামার ঝালাই করতে বলছেন। যাই হোক স্যারের কথা তো অমান্য করা যায় না।
হা এভাবেই মেয়ে দেখতে দেখতে আর কলেজের অলি গলি ঘুরতে ঘুরতেই ফাইনাল এক্সাম চলে আসল। পরীক্ষা দিলাম রেজাল্ট পেলাম। গ্রেট!! ইংরেজীতে আবারও প্লাস পেলাম।
কি এবার বিশ্বাস হল তো আমি ইংরেজীতে কত ভাল।
আমার সৌভাগ্য আমি কোথাও পরীক্ষা দিলাম না। তাই ভর্তি পরীক্ষার ঝামেলা থেকে বেচে গেলাম। প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। ভালই লাগল চারিপাশের গরম গরম আবহাওয়া।
বাধ সাধল ক্লাসের ম্যাম আর স্যার গুলি।
আমার মনে হল ইংরেজিতে নতুন ইংরেজি শব্দের উৎপত্তি ঘটেছে। তাই ডিকশনারি খোজা শুরু করলাম। খুজতে খুজতে আমার পরীক্ষা চলে এল। আরও খারাপ অবস্থা হল... যখন বাধা বাধা ইংরেজিতে প্রেজেন্টেশন দিতে গেলাম। পিছনে সবাই মুখ বন্ধ করে হাসছে আর আমি বেকুবের মত বলে যাচ্ছি। কি আর করা আস্তে আস্তে না হয় লেখা যায়...চিন্তা করে করে... কিন্তু বলতে যেয়ে বড়ই বিপদে পড়ে গেলাম। কিছু কিছু স্যার বাংলায়( উত্তর দিলে বা প্রশ্ন করলেও কিছু বলতেন না। কিছু ঘাউড়া প্রকৃতির স্যার ছিল ইংরেজিতে উত্তর না দিলে যাচ্ছেতাই করে কথা শুনাতেন।
ভাবতাম আমার ইংরেজির প্লাস এর কি হবে। স্যার যদি জানতে পারে আমার ইংরেজিতে দু দুটো প্লাস তাইলে মান ইজ্জত সব শেষ। আমার স্কুল আর কলেজ মিলে ১২ বছরের বাধ ভাঙ্গা পরিশ্রম।
আজ আমার ইংরেজি বলতে অতটা বাধে না। বুঝতেও পারি বেশ। এর কারণ অবশ্য আমার সেই গ্রামাটিকাল যাত্রা ছিলনা তা আপনারা বুঝে গেছেন মনেহয়।
যে কাজটা হয়েছে আমি যখন থেকে lynda.com এর ওয়েব ডিজাইন ও গ্রাফিক্স ডিজাইন এর ভিডিও দেখা শুরু করেছি তখন থেকে আমার ইংরেজিতে উন্নতি শুরু হয়েছে। এরপরে আস্তে আস্তে ইংলিশ মুভি গুল আমার কাছে ভাল লাগা শুরু করল।
যদিও আমি হিন্দি বিশেষ করে শাহরুখের ভক্ত। যাই হোক ইংলিশ মুভিগুল আমি সাবটাইটেল দিয়ে দেখা শুরু করলাম। যেখানেই আটকে যেতাম পিসিতে ডিকশনারী ইন্সটল দেয়া ছিল দেখে নিতাম। এবং একই মুভি আমি বারবার দেখতাম। এভাবেই ঠিক যেভাবে হিন্দি মুভিগুলি বেশি দেখলে মুখ দিয়ে হিন্দি বাহির হওয়া শুরু হয় তেমনি আমার অবচেতন মন থেকে আমি ইংরেজিতে একটু একটু করে ভাব প্রকাশ করতে শুরু করলাম।
একটা জিনিস বুঝলাম কোন ভাষা শিখার জন্য শোনাটা খুব জরুরী। হিন্দি যেমন আমরা শিখিনি শুনতে শুনতে বুঝি এবং বলতেও পারি। এবং বর্তমানে তামিল ছবির জনপ্রিয়তে তুঙ্গে। তামিল ছবি দেখতে দেখতে আমি কিছু তামিল শব্দ শিখেও ফেলেছি। যেমন নেনু পো মানে আমি যাই। বা এ পুরি রাজ্য নাদে মানে এ পুরা রাজ্য আমার। তো আমি তামিল শেখার কখনও চেষ্টাও করিনি। কিন্তু শুনতে শুনতে অনেক কিছুই বুঝে গেছি।
আমার গল্পটা হাস্যকর কিনা আমি জানিনা কিন্তু এটাই আমার বাস্তবতা।
তাই ভাষা শিখতে হলে দেখুন ও শুনুন। আর যা শুনবেন তাই বলতে থাকুন। বলার জন্য কাউকে না পেলে নিজে নিজেই গল্প করুন। ঠিক পাগলের মত।
সাথে মোবাইলে ডিকশনারী ইন্সটল করে নেন। আজ তো সবার হাতে এনড্রয়েড সেট। one mobile ঢুকে বাংলা ডিকশনারী নামিয়ে নেন। পিসিতে সিলিকন ডিকশনারি ... সাথে word web রাখুন। এন্ড্রয়েডের জন্য bangla english dictionary প্রায় ৯ মেগাবাইট হবে নামিয়ে নিন। এটা খুবই চমৎকার।
আমি কোন কিছুর লিঙ্ক দিলাম না কারন টিটিতে ভুরিভুরি টিউন পাবেন। যার যেটা পছন্দ হয় নামিয়ে নিন।

কথা বলবে আপনারা আন্ড্রইড মোবাইল (আপ্নি আপনার আন্ড্রইড মোবাইল এ যাই করবেন তাই বলে দিবে)

আশা করি সবাই ভাল আছেন, আইটা আমার ২য় টিউন তাই ভুল হলে খমার দ্রিস্টিতে দেকবেন। অলরেডি আমার অনেক বানান ভুল হয়ে গেছে, ,আরও জে হবে আইটা নিসচিত কারন আমি বাংলা লিখা মাত্র সিখতেছি।কাজের কতাই আসি,আপ্নি হইতো ভাবছিলেন আমার আন্ড্রইড ফোনটি জদি কথা বলতে পারত, আমি dail pad এ যা লিখি তা জদি বলে দিতে পারত, ,,,আপ্নি জদি এরকমি ভেবেথাকেন তাহলে আপ্নার জন্নই এই টিউন।
এই কাজ টি করার জন্ন আপ্নার যা যা লাগবে --
১। talkback নামের একটি software(যা আপ্নি google playstore এ talkback নামে search দিলেই পাবেন software টির আকার মাত্র ২ mb ।অনেক এর ফোন এ এইটা আগে থেকেই install থাকে )
২।আপনার মোবাইল এ text to speech data install থাকতে হবে। অনেক মোবাইল এ আইটা install থাকে ।আপনার মোবাইলে আছে কিনা তা দেখার জন্ন setting>language&input>text to speech output>google text speech output অথবা অন্ন কোনো speech output। থালে select করুন। না থাকলে google play store থেকে spek up text to speech অথবা ivona-text to speech hd ..software টি নামিয়ে নিন। আপনি জদি হাই কুয়ালিটির voice চান তাহলে ivona software টিই download করবেন কারন এর voice naturel,,,জদিও software টি আকার ১৪৫mb। এই software টি download করার পর open করলে আপ্নাকে হইতো এর সাথে আর আক্টি software download করতে হতে পারে এ খেত্রে আপ্নি অই ২mb software টি download করবেন। তারপর আপ্নি software টি একবার open করবেন then exist,,,,,,,,
কাজের দারা=
১।উপরে লিখা ২নং এর মত প্রথমে text to speech output থেকে আক্টি speech output select korun এবং exist করে চলে আসেন।
২।talkback software টি install করার পর আপ্নি settings>accessibility >talkback>on করুন। বাস আপ্নার কাজ সেস, ,এবার আপনি যা যা করবেন তাই বলে দিবে আপনার ফোন।
আপ্নি talkback এর settings থেকে এর কাস্টমাইজড ও করতে পারবেন।
ok ভালো থাকবেন আর ভালcomment করতে ভুলবেন না, ,, , , ,

আপনার আন্ড্রইড ফোন দিয়ে নিয়ন্ত্রণ করুন আপ্নার বন্ধুর আন্ড্রইড ফোন(বোকা বানান আপ্নার বন্ধুকে)

আশা করি সবাই ভাল আছেন কাজের কথাই আসি, আপনি হয়তো ভাবছিলেন আমার অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে যদি আমার বন্ধুর ফোনটি নিয়ন্ত্রণ করতে পারতাম

যদি তাই ভেবে থাকেন তাহলে এই টিউন আপ্নার জন্য।

যা যা লাগবে =

          teblet remote নামের একটি

          software (software টির আকার মাত্র  

    132kb.যা আপ্নি google playstore এ tablet remoteনামে search দিলে পেয়ে যাবেন)

 

 

কাজের ধারা=

     tablet remote software টি আপনার ফোন ও আপনার বন্ধুর ফোন এ ইন্সটল দিন।

   এবার সফটওয়্যার টি অপেন করুন

   অপেন করার পর setup option এ যান, এখানে আপ্নি 2 টি option পাবেন

     ১।anable tablet remote in the settings

      2।change the input method for tablet remote।

প্রথমে আপ্নি ১ নং option টিতে click করুন। click করার সাথে সাথে settings এ চলে যাবে  

এখান থেকে আপ্নি tablet remote এ select করুন। এবার back করে ২ নং option আসেন

 

 ২নং এ ঠিক চিনহ দিন=

back করুন,, এবার connection অপশনটিতে যান। 

যে কাজ গুলু উপরে করেছন তা হুবুহু আপ্নার বন্ধুর ফোন এও একই সাথে করে নিবেন।

connection অপশন টিতে গিয়ে আপ্নার বন্ধুর scan করে আপনার বন্ধুর ফোন টি খোজে নিন এবং

connect korun।

 connection অপশন এ যাবার আগে আপ্নার bluetooh settings এ গিয়ে visibility)>never time out দিয়ে আসুন।

আপনার কাজ সেশ, এবার remote অপশন এ গিয়ে আপনার বন্ধুর ফোন টি দুর থেকে নিয়ন্ত্রক করুন।

 

remote এর মাধ্যমে যা যা নিয়ন্ত্রন করতে পারবেন

১।music player

২।video player (mx player সবচেয়ে সুন্দর ভাবে) 

৩।নেট browse করতে পারবেন!।

আরও অনেক কিছু।

 

                   সবাই ভাল থাকবেন দুয়া করি

 

Copyright @ 2013 অ্যান্ড্রয়েড টেকনোলোজির তথ্য কেন্দ্র.