Wednesday, October 30, 2013

আপনার আন্ড্রইড ফোন দিয়ে নিয়ন্ত্রণ করুন আপ্নার বন্ধুর আন্ড্রইড ফোন(বোকা বানান আপ্নার বন্ধুকে)

আশা করি সবাই ভাল আছেন কাজের কথাই আসি, আপনি হয়তো ভাবছিলেন আমার অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে যদি আমার বন্ধুর ফোনটি নিয়ন্ত্রণ করতে পারতাম

যদি তাই ভেবে থাকেন তাহলে এই টিউন আপ্নার জন্য।

যা যা লাগবে =

          teblet remote নামের একটি

          software (software টির আকার মাত্র  

    132kb.যা আপ্নি google playstore এ tablet remoteনামে search দিলে পেয়ে যাবেন)

 

 

কাজের ধারা=

     tablet remote software টি আপনার ফোন ও আপনার বন্ধুর ফোন এ ইন্সটল দিন।

   এবার সফটওয়্যার টি অপেন করুন

   অপেন করার পর setup option এ যান, এখানে আপ্নি 2 টি option পাবেন

     ১।anable tablet remote in the settings

      2।change the input method for tablet remote।

প্রথমে আপ্নি ১ নং option টিতে click করুন। click করার সাথে সাথে settings এ চলে যাবে  

এখান থেকে আপ্নি tablet remote এ select করুন। এবার back করে ২ নং option আসেন

 

 ২নং এ ঠিক চিনহ দিন=

back করুন,, এবার connection অপশনটিতে যান। 

যে কাজ গুলু উপরে করেছন তা হুবুহু আপ্নার বন্ধুর ফোন এও একই সাথে করে নিবেন।

connection অপশন টিতে গিয়ে আপ্নার বন্ধুর scan করে আপনার বন্ধুর ফোন টি খোজে নিন এবং

connect korun।

 connection অপশন এ যাবার আগে আপ্নার bluetooh settings এ গিয়ে visibility)>never time out দিয়ে আসুন।

আপনার কাজ সেশ, এবার remote অপশন এ গিয়ে আপনার বন্ধুর ফোন টি দুর থেকে নিয়ন্ত্রক করুন।

 

remote এর মাধ্যমে যা যা নিয়ন্ত্রন করতে পারবেন

১।music player

২।video player (mx player সবচেয়ে সুন্দর ভাবে) 

৩।নেট browse করতে পারবেন!।

আরও অনেক কিছু।

 

                   সবাই ভাল থাকবেন দুয়া করি

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 অ্যান্ড্রয়েড টেকনোলোজির তথ্য কেন্দ্র.