Wednesday, October 30, 2013

Android ফোনের Certificate সমাধান – প্রতিটি অ্যান্ড্রয়েড ইউজারের জেনে রাখা উচিত

আপনারা যারা android ফোন ব্যাবহার করেন তারা প্রায়ই দুইটা সমস্যা ফেস করে থাকেন।
  • ১ম সমস্যা: অনেক সময় বিভিন্ন অ্যাপ install দিতে গেলে দেখায় certificate error
  • ২য় সমস্যা: আপনার প্রিয় কোন গেম এর আপডেট installকরতে গেলে দেখায় certificate does not match আপনি স্বভাবতই পূর্বের অ্যাপ টি রিমুভ করে নতুন টি installকরবেন। এদিকে অ্যাপ টি রিমুভ করলে আপনার score হারিয়ে যাবে।
আজকে আমি আপনাদের android ফোনের certificate সমাধান দিব

Requirements:

  • 1. জাভা installed পিসি
  • 2. TATsign_apk_signer (zip pass: tonmoy)
  • 3.your app in apk format

১ম সমস্যার সমাধানঃ

certificate error দেখায় মুলত যদি app টির certificate না থাকে অথবা কোন কারনে certificate নষ্ট হয়ে গেলে। certificate error দেখালে আপনার অ্যাপ টিকে সাইন করতে হবে। এজন্য প্রথমে
:arrow: TATsign_apk_signer.rar এ right click করে extract to TATsign_apk_signer\ চাপুন

:arrow: এবার আপনার *.apk fileটি TATsign_apk_signer ফোল্ডার এ paste করুন। আপনার *.apk file টিকে rename করে app.apk করুন।

:arrow: এবার TATsign.bat ফাইল টি double click করুন

:arrow: এবার কিছুক্ষন অপেক্ষা করুন। কাজ হয়ে গেলে নিচের মত screen আসবে।

:arrow: এবং ঐ ফোল্ডার এ appsigned_by_TATsign.apk নামে একটি নতুন ফাইল তৈরি হবে। appsigned_by_TATsign.apk ফাইল টি আপনার ফোনে নিয়ে ইন্সটল করুন।
Bingoo!! Certificate error problem gone.

২য় সমস্যার সমাধানঃ

  • প্রথমে যেই অ্যাপ টি আপনার ফোনে ইন্সটল করা আছে সেটি উপরের পদ্ধতিতে sign করে ইন্সটল করুন।
  • এবার upgrade version টি একই ভাবে সাইন করে আপনার ফোনে ইন্সটল দিন।
Bingoo!! Certificate does not match problem gone.

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 অ্যান্ড্রয়েড টেকনোলোজির তথ্য কেন্দ্র.