Wednesday, October 30, 2013

কেমন করে Bravia Engine Install করবেন আপনার Android এ ।।

টপিক টা হল কেমন করে Mobile এ Bravia Engine Install করবেন । আমি Experiment টা Xperia Tipo ও Tipo Dual এ Try করেছি ও Success ও হয়েছি । একটা Friend ওর Galaxy Y তে ও Install করে Successfull হয়েছে ।

But আগেই বলে নিচ্ছি যে যদি Experiment করবার সময় কোনো ভুল করে আপনার কোনো কিছু খারাপ হয় , তবে আমি বা টেকটিউনস কোনো ভাবে দায়ি থাকব না ।

প্রথমে বলি Bravia Engine কি  ও এর Benefit ই বা কি?

এর উত্তরের জন্য এই লিঙ্ক টা দেখুন ।

Requirment : আপনার Android ফোন Root করা আছে , আপনার কাছে root Explorer app টা install করা আছে , Bravia Engine এর Zip ফাইল টা Download করা আছে (Download Link) ।


১ম স্টেপ ঃ

BraviaEngine.Zip File টা কে কোনো জায়গায় Extract করুন । তাহলে আপনি 3 টা ফোল্ডার পাবেন, Etc, Framework আর lib .
3 file in BraviaEngine folder
তিনটি ফোল্ডার এর ফাইল গুলো নিম্নলিখিত জায়গায় Copy/Move করুন Root explorer এর সাহাজ্যে ।
Etc ------> root/system/etc এখানে ।
Framework -------> root/system/framework এখানে ।
lib -------> root/system/lib এখানে ।

২য় স্টেপ ঃ

 এবার আপনার system folder এ থাকা একটা ফাইল build.prop কে Text Editor এ edit করুন (build.prop এ কিছুক্ষন touch করে রাখলে option আসবে , সেখান থেকে open in text editor)
build.prop   Open in text editor

৩য় স্টেপ ঃ

এবার নিচের লাইন গুলো last এ add করুন ।
#BRAVIA_HACK
ro.service.swiqi.supported=true
persist.service.swiqi.enable=1
Type the text

৪র্থ স্টেপ ঃ

এবার option এবং Save and Exit ।
Save and Exit
ব্যস আপনার কাজ শেস। এবার Just Mobile টা Switch off করে Switch on করুন ।
Switch on করার সময় Screen এ দেখাবে যে Android is Upgrading . এখন Setting > Display তে জান, দেখুন তো আপনার প্রথম Option টা কি ???...

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 অ্যান্ড্রয়েড টেকনোলোজির তথ্য কেন্দ্র.